ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাশিদকে রাজনীতি থেকে উৎখাতে মালদ্বীপে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
নাশিদকে রাজনীতি থেকে উৎখাতে মালদ্বীপে আইন পাস

ঢাকা: সাজাপ্রাপ্ত ব্যক্তির রাজনৈতিক দলের সদস্যপদ বিলুপ্ত করে একটি আইন পাস করেছে মালদ্বীপ পার্লামেন্ট। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনীতি থেকে উৎখাতের উদ্দেশ্যেই এই আইন পাস করা হল বলে মনে করছেন সমালোচকরা।



সোমবার (৩০ মার্চ) দেশটির সংসদে ৪২-২ ভোটে এ আইন পাস হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এদিকে, নাশিদের মালডিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) আইন পাসের সময় প্রতিবাদ জানানোসহ ভোট দেওয়া থেকে বিরত থাকে। কিন্তু সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের ভাই মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামীন আব্দুল গাইয়ুমের প্রোগ্রেসিভ পার্টি অব মালডিভস (পিপিএম) সংসদে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় এমডিপি’র প্রতিবাদ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি।

জানা গেছে, এই আইন পাসের পরপরই আরো একটা আইন পাসের চিন্তা করছে সরকার। ওই আইনের বলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ নাশিদকে যে সরকারি নিরাপত্তা ও সুবিধা দেওয়া হয়ে থাকে, তা প্রত্যাহার করে নেওয়া যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্ষমতায় থাকাকালে এক বিচারককে গ্রেফতারের নির্দেশ দেওয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে চলতি মাসের প্রথমদিকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয় নাশিদকে। তার সমর্থকরা মনে করছেন, ২০১৮ সালের নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতেই সরকার এসব করছে।

এদিকে, মালডিভিয়ান ডেমোক্রেটিক পার্টির রাজনীতিক ইভান আব্দুল্লা সংবাদমাধ্যমকে জানান, নতুন পাস হওয়া আইন দলের ওপর কোনো প্রভাবই ফেলতে পারবে না। নাশিদই তাদের নেতা হিসেবে থেকে যাবেন।

সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের তিন দশকের শাসনের অবসানের পর ভারত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রে ২০০৮ সালের নির্বাচনে মোহাম্মদ নাশিদ জয়লাভ করেন। তিনিই দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।