ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রচণ্ড ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, নয়জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
প্রচণ্ড ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, নয়জনের প্রাণহানি সংগৃহীত

ঢাকা: প্রচণ্ড ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের উত্তরাঞ্চলীয় চারটি দেশ। এসব দেশে ঝড়ে অন্তত নয় ব্যক্তির প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ও অন্যান্য স্থাপনা।



মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ঝড়টি ইউরোপের উত্তরাঞ্চলে অবস্থিত জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে আঘাত হানে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

নিহতদের মধ্যে সাতজনই জার্মান। বাকি দু’জনের একজন অস্ট্রীয় বলে জানা গেছে। এছাড়া এ ঝড়ে আরো অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যমগুলো।

জার্মান আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটির সর্বোচ্চ পর্বত জাগসপিটজের ওপর বাতাসের গতিবেগ ঘণ্টায় একশ’ ৯০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

ঝড়ের কারণে জার্মানিতে রেল ও গণপরিবহন যোগাযোগ স্থবির হয়ে গেছে। সেই সঙ্গে জার্মানির ফ্রাঙ্কফুর্ট, হ্যামবার্গ ও মিউনিখ বিমানবন্দরে বিমান পরিবহণ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।