ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস আতঙ্কে সিরিয়া সীমান্ত বন্ধ করেছে জর্দান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
আইএস আতঙ্কে সিরিয়া সীমান্ত বন্ধ করেছে জর্দান ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত ইয়ারমুক শরণার্থী শিবিরের বেশিরভাগ এলাকা দখল করে নেওয়ার প্রেক্ষিতে সীমান্ত বন্ধ করে দিয়েছে জর্দান।

বুধবার (০১ এপ্রিল) দিনের প্রথমভাগে নিকটবর্তী হাজার আসওয়াদ এলাকা থেকে ইয়ারমুকে প্রবেশ করে আইএস জঙ্গিরা।

দিনের শেষে ইয়ারমুকের অধিকাংশ এলাকা দখল করে নেয় তারা। এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে এ দিনই সিরিয়ার সঙ্গে জর্দানের প্রধান সীমান্ত চেকপোস্ট জাবের বর্ডার পোস্ট বন্ধ করে দেয় দেশটি।

জর্দানের স্বরাষ্ট্রমন্ত্রী হুসেইন মাজালি সংবাদমাধ্যমকে জানান, জাবের বর্ডার পোস্ট দিয়ে আপাতত চলাচল ও মালামাল পরিবহন বন্ধ রয়েছে।

সীমান্তের অপরপ্রান্তে চলমান সংঘাত যাতে জর্দানে ঢুকে পড়তে না পারে, সেজন্য জাতীয় নিরাপত্তার স্বার্থেই জাবের বর্ডার পোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান। এর আগে জর্দানের অপর সীমান্ত পোস্ট নাসিব দখল করে নেয় সিরীয় বিদ্রোহীরা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।