ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা, নিহত ১৪৭

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা, নিহত ১৪৭ ছবি: সংগৃহীত

ঢাকা: কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সোমালিয়ার ইসলামী জঙ্গিবাদী দল আল শাবাব বৃহস্পতিবার ভোরের আগে এ হামলা করেছে।



এদিকে, উন্নত চিকিৎসা দেওয়ার ৯জন শিক্ষার্থীকে বিমানযোগে রাজধানী শহর নাইরোবি’তে আনা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এখন তাদের হাতে। সৈন্যদের পাল্টা হামলায় চারজন বন্দুকধারির সবাই নিহত হয়েছে।

সোমালিয়ার সীমান্তবর্তী কেনিয়ার চারটি অঞ্চলে সকাল-সন্ধ্যা কার্ফু জারি করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী যোসেফ নাইসেরি বলেন, ‘আমরা এখন রক্ত ও অন্যান্য ধ্বংসাবশেষ পরিষ্কার করে যাচ্ছি। ’

বিশ্ববিদ্যালয়টির একটি দালানে বার ঘণ্টারও বেশি সময় লুকিয়ে ছিল জঙ্গিরা।

সেনাদের বরাত দিয়ে সাংবাদিকরা জানান, হামলাকারীরা দালানটির ভেতর থেকে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিচ্ছিল।

এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পালাতে গিয়ে সেনাদের হাতে ধরা পরেছে একজন বন্দুকধারী।

১৯৯৮ সালে কেনিয়ায় মার্কিন দূতাবাসে হামলার পর এ হামলাটিকে কেনিয়ার সবচেয়ে বড় জঙ্গিবাদী আঘাত হিসেবে গণ্য করা হচ্ছে।

আল-কায়েদার সঙ্গে যুক্ত আল শাবাব এই হামলার দায়-দায়িত্ত্ব স্বীকার করে নিয়েছে। এর আগেও তারা কেনিয়ার রাজধানি নাইরবি’র এক বিপণিকেন্দ্র ‘ওয়েস্টগেট’-এ হামলা চালিয়ে অন্ততঃ ৬৭জনকে হত্যা করেছিল ২০১৩ সেপ্টেম্বরে।

** জঙ্গি হামলায় কেনিয়ায় ৭০বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।