ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় চার্চ উড়িয়ে দিয়েছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
সিরিয়ায় চার্চ উড়িয়ে দিয়েছে আইএস

ঢাকা: সিরিয়ায় আট দশকের পুরনো একটি খ্রিস্টান চার্চ উড়িয়ে দিয়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

রোববার (০৫ এপ্রিল) ইস্টার সানডে’র দিনে আইএস সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের তেল নাসরি গ্রামে অবস্থিত ভার্জিন মেরির চার্চটি উড়িয়ে দেয় বলে জানিয়েছে সিরীয় সংবাদ সংস্থা সানা।



খবরে বলা হয়, আইএস নিয়ন্ত্রিত এই এলাকায় সংগঠনটির বিরুদ্ধে লড়ছে খ্রিস্টান ও কুর্দিশ মিলিশিয়ারা। তবে চার্চে বিস্ফোরণের ঘটনায় হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আরএইচ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।