ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ চোরাচালানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
ভারতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ চোরাচালানি নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ চোরাচালানি নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলায় শেষচলম জঙ্গলে স্পেশাল পুলিশ ও বনরক্ষীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে।



এ ঘটনায় বেশকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

স্পেশাল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর কান্তা রাও জানান, খবর পেয়ে যৌথবাহিনী জঙ্গলে প্রবেশ করলে বিপুল সংখ্যক চোরাচালানি পাথর, ছুরি ও কুঠার নিয়ে তাদের উপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

নিহতরা চন্দন কাঠ চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
আরএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।