ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সংঘর্ষ থামাতে একমত ইরান-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
ইয়েমেনে সংঘর্ষ থামাতে একমত ইরান-তুরস্ক

ঢাকা: ইয়েমেনে চলমান সহিংসতা ও হামলা বন্ধের বিষয়ে ঐক্যমতে পৌছেছে ইরান ও তুরস্ক। তারা এ সমস্যার একটি রাজনৈতিক সমাধান চায়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সফররত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠক শেষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় গুরু আয়তুল্লাহ খোমানি চলমান প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগের কথা জানান।

শুরু থেকে ইয়েমেনে হুথি জঙ্গিদের সমর্থন ও দেশটিতে উত্তেজনার বৃদ্ধির জন্য তেহরানকে দোষ দিয়ে আসছিল আঙ্কারা।   কিন্তু এক বৈঠকের পর মনে হচ্ছে সব সন্দেহ-অভিযোগ কেটে গেছে।

 ইরানে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে রুহানি বলেন, আমরা ইরাক, সিরিয়া, ফিলিস্তিন নিয়ে কথা বলেছি। ইয়েমেন নিয়েও আমাদের মাঝে দীর্ঘ কথা হয়েছে।

তিনি বলেন, আমরা উভয় দেশই মনে করি ইয়েমেন যুদ্ধ-রক্তপাত এখনই বন্ধ হওয়া উচিত। সেখানে পূর্ণাঙ্গ শান্তিচুক্তির মাধ্যমে রক্তপাত বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।