ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কংগ্রেস ভবনের সামনে বন্দুকধারীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
যুক্তরাষ্ট্রে কংগ্রেস ভবনের সামনে বন্দুকধারীর আত্মহত্যা

ঢাকা: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবনের সামনে এক বন্দুকধারী নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



জানা গেছে, এ আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যুতে রাজধানী শহরটি স্থবির থাকে প্রায় দুই ঘণ্টা।

কংগ্রেস ভবনের পশ্চিম চত্বরে ওই বন্দুকধারীর দেহের কাছে এ সময় একটি স্যুটকেসও পায় পুলিশ। এটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

মার্কিন কংগ্রেসে অধিবেশন না চলায় শনিবার খুব কম আইনপ্রণেতাই ঘটনার সময় ভবনে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি বলে আইন-শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।