ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অলিম্পিক ভেন্যুতে টনে টনে মরা মাছ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
অলিম্পিক ভেন্যুতে টনে টনে মরা মাছ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালের অলিম্পিকের আয়োজক দেশ ব্রাজিল। সম্প্রতি দেশটির রিও ডি জেনিরোও শহরে গুয়ানাবারা বে অঞ্চলের লাগোয়া নামে একটি অগভীর হ্রদে কয়েক টন মাছ মরে ভেসে উঠেছে।

কর্তৃপক্ষ ইতোমধ্যে ৩৩ টনের বেশি সরিয়ে ফেলেছে।

এ হ্রদেই অলিম্পিকের রোয়িং (দাঁড় টানা) ও ক্যানোয়িং (ডিঙি নৌকা বাওয়া) ইভেন্ট হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহ থেকে ৬০ জনের একটি দল মৃত মাছ অপসারণের কাজ করছে।

বিশেষজ্ঞরা বলছেন, পানিতে অত্যধিক মাত্রায় দূষণের ফলে অক্সিজেনের অভাবে এত বিপুল পরিমাণ মাছ মারা গেছে।

এর আগে মরা মাছের উ‍ৎকট গন্ধে অতিষ্ট হয়ে গুয়ানাবারা বে অঞ্চলের বাসিন্দা ও রোয়িং ক্লাব সদস্যরা অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রিও ডি জেনিরোর পরিবেশ বিষয়ক দফতর জানায়, হ্রদের পানির তাপমাত্রার আকম্মিক পরিবর্তনের কারণে ওই ঘটনা ঘটে।

দেশটির পরিবেশবিদ ও বিজ্ঞানীরা অবশ্য পরিবেশ দফতরের এ বিশ্লেষণ নাকচ করে দিয়ে পানি দূষণকেই কারণ হিসেবে দায়ী করছেন।

এ ঘটনায় ২০১৬ অলিম্পিকের বেশ কয়েকটি ইভেন্টের জন্য নির্ধারিত হ্রদটির সঠিক রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসইউ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।