ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেলবোর্ন হামলার পরিকল্পনা নস্যাৎ করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
মেলবোর্ন হামলার পরিকল্পনা নস্যাৎ করল পুলিশ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম বিশ্বযুদ্ধের একশ’ বছর উপলক্ষ্যে আয়োজিত এক কর্মসূচিতে হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে অস্ট্রেলীয় পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে পাঁচ সন্দেহভাজনকে আটক করা হয়।



আটক সন্দেহভাজনরা আগামী সপ্তাহে প্রথম বিশ্বযুদ্ধের একশ’ বছর উপলক্ষ্যে আয়োজিত মেলবোর্নে আনজাক মেমোরিয়াল ইভেন্টে হামলার ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমশিনার নেইল গগান সংবাদিকদের বলেন, আটক সন্দেহভাজনদের কাছ থেকে উদ্ধার করা প্রমাণের ভিত্তিতেই ধারণা করা হচ্ছে, তারা ইসলামিক স্টেট (আইএস) কর্তৃক অনুপ্রাণিত হয়ে হামলার ষড়যন্ত্র করছিল।

অটোমান সাম্রাজ্যের সময় ১৯১৫ সালের ২৫ এপ্রিল গালিপলি উপত্যকায় যুদ্ধের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। এ ঘটনার একশ’ বছর পূর্তিতে আগামী সপ্তাহে মেলবোর্নে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই কর্মসূচিগুলোতেই হামলার পরিকল্পনা করছিল সন্দেহভাজনরা।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরএইচ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।