ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন ইস্যুতে রিয়াদের কঠোর সমালোচনায় তেহরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
ইয়েমেন ইস্যুতে রিয়াদের কঠোর সমালোচনায় তেহরান

ঢাকা: ইয়েমেনে শিয়াপন্থি হুথি বিদ্রোহী ও তাদের সহযোগীদের দমনে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর বিমান হামলায় রিয়াদের কঠোর সমালোচনা করেছে তেহরান।

শনিবার (১৮ এপ্রিল) ইরানের রাজধানী তেহরানে এক সেনা কুচকাওয়াজ অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি ইয়েমেনে সৌদি আরবের ভূমিকার এ সমালোচনা করেন।



এসময় তিনি বলেন, ওই অঞ্চলে সৌদি আরব ঘৃণার বীজ বপণ করেছে। সময়ের ব্যবধানে এর ফল তাকে ভোগ করতেই হবে।

এদিকে, শুক্রবারও (১৭ এপ্রিল) ইয়েমেন সংলগ্ন সৌদি সীমান্তবর্তী এলাকায় আরো এক রাজকীয় সেনা নিহত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসারি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, ইয়েমেন সংলগ্ন সীমান্তবর্তী সৌদি নাজরান এলাকায় শুক্রবারে বিকেলে সংঘাত শুরু হয়। এতে এক সৌদি সেনা নিহত হন।

গত ২৬ মার্চ ইয়েমেনে অভিযান শুরুর পর এ নিয়ে সাত সৌদি সেনা নিহত হলেন। এর মধ্যে গত ১০ এপ্রিল হুথিদের মর্টার হামলায় নিহত হন তিনজন।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।