ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টোকিওতে খেলনা সামগ্রীতে বিকিরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
টোকিওতে খেলনা সামগ্রীতে বিকিরণ ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানের রাজধানী টোকিওতে একটি খেলনা সামগ্রীতে উচ্চ পর্যায়ের বিকিরণ সনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর টোশিমা ওয়ার্ডে অবস্থিত টোকিও পার্কে একটি খেলনা সরঞ্জামে এ বিকিরণ সনাক্ত হয়।



এতে ৪৮০ মাইক্রোসিয়েভার্ট বিকিরণ সনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। যে পরিমাণ বিকিরণ একজন মানুষ এক বছরে গ্রহণ করলেও কোনো ক্ষতির আশঙ্কা করা হয় না, ওই খেলনার বিকিরণের মাত্রা তার অর্ধেক।

এরআগে ২২ এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কার্যালয়ের ছাদে একটি ড্রোন আটক করে নিরাপত্তা কর্মীরা। ড্রোনটিতে একটি বোতল সংযুক্ত ছিল, যাতে  এক ধরণের তেজষ্ক্রিয়তা সনাক্ত হয়।

ওই বোতলে স্বল্প পরিমাণ সিজিয়াম সংরক্ষিত ছিল বলে পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।