ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বার্ড ফ্লু ঠেকাতে মিনেসোটায় জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
বার্ড ফ্লু ঠেকাতে মিনেসোটায় জরুরি অবস্থা ছবি: সংগৃহীত

ঢাকা: বার্ড ফ্লুর (অ্যাভাইন ফ্লু) সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করায় স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওই রাজ্যে এলাকায় জরুরি অবস্থা জারি করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



এরআগে রাজ্যের ১৬টি জেলার অন্তত ৪৬টি মুরগি ফার্মে এইচ৫এন২ প্রজাতির বার্ড ফ্লু সনাক্ত হয়। এতে অন্তত ২৬ লাখ মুরগি আক্রান্ত হয়েছে বলে পরীক্ষায় জানা গেছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জরুরি অবস্থা ঘোষণার সময় মিনেসোটার গভর্নর মার্ক ডেয়টন বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক ব্যবস্থাই নেওয়া হচ্ছে।

রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মুরগির ফার্ম কর্মী ও সেসব মানুষ মুরগির সরাসরি সংস্পর্শে আছেন, তাদের হাতে এরই মধ্যে বার্ড ফ্লুর প্রতিষেধক ‘তামিফ্লু’ পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

তবে এ ভাইরাসে এখন পর্যন্ত কোনো মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে তাদের দাবি।

এদিকে,  মিনেসোটা রাজ্য ছাড়াও পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ৭৩ লাখেরও বেশি মুরগি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।