ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ভূমিকম্পে আক্রান্ত দশ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
নেপালে ভূমিকম্পে আক্রান্ত দশ লাখ শিশু ছবি: সংগৃহীত

ঢাকা: আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে হিমালয়কন্যা নেপালে প্রায় দশ লাখ শিশু হতাহত ও বিভিন্ন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (২৭ এপ্রিল) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফার টিডে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।



এ ভূমিকম্পে অনেক শিশু হতাহত হয়েছে জানিয়ে তিনি বলেন, ভূকম্পন পরবর্তী সময়ে অনেক মানুষই খোলা আকাশের নিচে বাস করছে। এদের অনেকের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেকে নিজ বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

উদ্ধার তৎপরতা ও চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে জানিয়ে ক্রিস্টোফার আরো বলেন, খাদ্য ও সুপেয় পানির অভাব প্রকট হয়ে উঠছে। সেই সঙ্গে রাজধানী কাঠমাণ্ডুসহ সারা দেশে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। সবাইকে চিকিৎসা সেবাও দেওয়া সম্ভব হচ্ছে না।

পানিবাহিত ও সংক্রমণ রোগে আক্রান্ত হচ্ছে বহু মানুষ জানিয়ে তিনি বলেন, প্রায় দশ লাখ শিশুর ওপর এই ভূমিকম্পের প্রভাব পড়েছে। ইউনিসেফ তাদের নিয়ে শঙ্কিত।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।