ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় স্কুল হামলায় ইসরায়েলকে জাতিসংঘের দোষারোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
গাজায় স্কুল হামলায় ইসরায়েলকে জাতিসংঘের দোষারোপ

ঢাকা: গাজায় অভিযান পরিচালনার সময় জাতিসংঘের স্কুলগুলোয় ইসরায়েলি বাহিনী অন্তত সাতটি হামলা করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এ অভিযোগ করে তীব্র নিন্দা জানান।



স্কুলগুলো অভিযান পরিচালনাকালে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, যে মানুষগুলো সেখানে আশ্রয় নিয়েছিল, তাদের আশা ও বিশ্বাস ভঙ্গ হয়েছে।

২০১৪ সালে পরিচালিত ওই অভিযানে জাতিসংঘের স্কুলগুলোয় হামলার ঘটনায় অন্তত ৪৪ জন নিহত ও প্রায় আড়াইশ’ মানুষ আহত হয় বলে জানিয়েছে জাতিসংঘ।

গত বছরের এ যুদ্ধে ফিলিস্তিনি অঞ্চলে প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়। সেই সঙ্গে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।