ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিজিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
ফিজিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প

ঢাকা: নেপালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের রেশ এখনও কাটেনি। এরই মাঝে ফিজিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।



বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টার দিকে ফিজির লাবাসার ২২৪ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির সুনামি ওয়ার্নিং সেন্টার।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।