ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় জিলাপি তৈরি হল মুম্বাইয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ৫, ২০১৫
বিশ্বের সবচেয়ে বড় জিলাপি তৈরি হল মুম্বাইয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ-ভারতের অনেক মানুষেরই পছন্দের মিষ্টান্ন ‘জিলাপি’। গরম গরম জিলাপির নাম শুনলে বা মনে আসলেই অনেকের মুখে লালা চলে আসে।

সেই লোভনীয় জিলাপি দিয়েই গিনেস বুকে নাম লেখাতে চলেছে ভারতের একটি রেস্টুরেন্ট।

দেশটির মুম্বাইয়ের অবস্থিত ‘সংস্কৃত রেস্টুরেন্ট’ সম্প্রতি তৈরি করেছে ১৮ কেজি ওজনের দানবীয় এক জিলাপি। এটি তৈরি করতে ১২জন কর্মীর ৪ ঘণ্টা সময় লেগেছে বলে জানা গেছে।

তবে জিলাপি প্রস্তুতের প্রশিক্ষণেই বেশি সময় ব্যয় হয়েছে জানিয়ে সংস্কৃত রেস্টুরেন্টের প্রধান শেফ গৌরব চতুর্বেদি জানান, তার কর্মীরা প্রতিদিন ২০ ঘণ্টা করে টানা একশ’ দিন প্রশিক্ষণ নিয়েছে।

নতুন প্রস্তুত জিলাপিটির ব্যাস ৯ ফুট বলে জানান তিনি। এর আগের রেকর্ডধারী জিলাপিটির ব্যাস ছিল ৮ দশমিক ২ ফুট।

প্রশিক্ষণ পর্ব থেকে শুরু করে জিলাপি প্রস্তুত পর্যন্ত মোট এক হাজার লিটার সুগার সিরাপ ও তিন হাজার পাঁচশ কেজি ঘী খরচ হয়েছে বলে জানান সংস্কৃত রেস্টুরেন্টের মালিক স্বপ্না চতুর্বেদি।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মে ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।