ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শেষ দিনে যুক্তরাজ্য নির্বাচনের প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ৬, ২০১৫
শেষ দিনে যুক্তরাজ্য নির্বাচনের প্রচারণা

ঢাকা: যুক্তরাজ্য নির্বাচনে প্রচারণার শেষ দিনে পা রেখেছেন প্রার্থীরা। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রচারণার শেষ দিন বুধবার (০৬ মে) স্বাভাবিকভাবেই বেশ ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের।



এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার দেশকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে, লেবার পার্টি নেতা এড মিলিব্যান্ড সরকার গঠন করতে পারলে সর্বপ্রথম বেকার সমস্যা দূরীকরণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি নিয়ে জনগণের দরজায় কড়া নাড়ছেন।

শিষ্টাচার ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি নিয়ে প্রচারণা চালাচ্ছেন নিক ক্লেগের নেতৃত্বাধীন লিবারেল ডেমোকেট্রিক পার্টি।

এদিকে, নির্বাচন পূববর্তী ভবিষ্যদ্বাণীগুলো বলছে, কোনো দলই এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। হয়তো জোট সরকারের পথেই হাঁটতে হতে পারে দলগুলোকে।

নির্বাচনে জয় নিশ্চিত করতে পার্টি প্রধানরা চষে বেড়াচ্ছেন দেশের এ-মাথা থেকে ও-মাথা। শেষ দিনও এর ব্যতিক্রম হবে না বলে জানা গেছে।

এরই মধ্যে প্রচারণা চালাতে বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি নেতা ডেভিড ক্যামেরন পশ্চিম ইংল্যান্ড হয়ে স্কটল্যান্ডের পথে চলেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, এড মিলিব্যান্ড চষে বেড়াচ্ছেন কনজারভেটিভের ঘাঁটি বলে পরিচিত উত্তর ইংল্যান্ডের এলাকাগুলোয়। এছাড়া, নিক ক্লেগ চলেছেন জন ও’গ্রটস হয়ে স্কটল্যান্ডের পথে।

এর আগে, বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের করজারভেটিভ পার্টি তিনশ’ ৭ আসনে জয় লাভ করে ২০১০ সালের নির্বাচনে। অন্যদিকে, লেবার পার্টি ওই নির্বাচনে পায় দুইশ’ ৫৮ আসন।

এর বিপরীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির অবস্থা বেশ নাজুকই ছিল ২০১০ সালের নির্বাচনে। ওই নির্বাচনে দলটি ৫৭ আসনে জয় পায়। এছাড়া মাত্র এক আসনে জয় পায় গ্রিন পার্টি।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।