ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় দুই শান্তিরক্ষী সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ৬, ২০১৫
কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় দুই শান্তিরক্ষী সদস্য নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: কঙ্গোয় বিদ্রোহীদের অতর্কিত হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের দুই সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৬ মে) দেশটির নর্থ কিভু প্রদেশের বেনি শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে কিকিকি গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে দুইবার হামলার ঘটনা ঘটল জাতিসংঘ মিশন সদস্যদের ওপর।

কঙ্গোয় বহুদিন ধরেই উগান্ডার বিদ্রোহীদের সঙ্গে লড়ছে সরকারি বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কাজ করছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।

নিহত দুই সেনা তানজানিয়ার অধিবাসী জানিয়ে কঙ্গোয় জাতিসংঘ মিশনের মুখপাত্র ফেলিক্স বাসে বলেন, মঙ্গলবার বিকেলে হামলার ঘটনাটি ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছে।

হামলার পর কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান মার্টিন কবলার বলেন, সেনাদের ওপর এমন বারবার হামলা আমি আর সহ্য করবো না। জাতিসংঘ মিশন এবার জবাব দেবে।

এর আগে মঙ্গলবার (০৬ মে) সকালের দিকে কঙ্গো সেনাবাহিনী উগান্ডার বিদ্রোহীদের ১৬ সদস্যকে হত্যার দাবি করে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।