ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটারকে জরিমানা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
টুইটারকে জরিমানা তুরস্কের

ঢাকা: মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে ৫১ হাজার ডলার (৩৯ লাখ ৮১ হাজার টাকা) জরিমানা করেছে তুরস্কের তথ্যপ্রযুক্তি কর্তৃপক্ষ (বিটিকে)।

‘সন্ত্রাসীদের অপপ্রচার’ না সরানোয় এ জরিমানা করা হয় বলে শুক্রবার (১১ ডিসেম্বর) জানিয়েছে বিটিকে’র এক কর্মকর্তা।

তবে তিনি এর বেশি আর কোনো তথ্য জানাননি।

জনপ্রিয় কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমকে এই প্রথম জরিমানা করলো তুর্কি সরকার। তবে এর আগে আপত্তিকর ও উসকানিমূলক আধেয় না সরানোয় বেশ কয়েকবার টুইটার বন্ধ করে দেওয়া হয় দেশটিতে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।