ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
রাশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ২১ ছবি : সংগৃহীত

ঢাক‍া: রাশিয়ার ভরনেজ অঞ্চলে একটি নিউরোলজি হাসপাতালে (স্নায়ু রোগের চিকিৎসা কেন্দ্র) অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন আরও ২৪জন, এখনও নিখাঁজ রয়েছেন দুইজন।

রোববার (১৩ ডিসেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহতদের মধ্যে বেশির ভাগই ওই হাসপাতালের রোগী। এরমধ্যে ১৯ জনের মরদেহ হাসপাতালের পুড়ে যাওয়া মেঝে পাওয়া যায়। আর হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে।

রাশিয়ার জরুরি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার বলছে, অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২১ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। দুইজন নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে কর্মীরা কাজ করছেন।

সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানায়, ক্ষতিগ্রস্ত হাসপাতালটি ভরনেজ অঞ্চলের আলফেরভকা গ্রামে অবস্থিত। যা এক মিলিয়ন লোকের শহর ভরনেজ থেকে ২৩০ কিলোমিটার দূরে।

দু’টি ইউনিটে বিভক্ত হাসপাতালের ৬০০বর্গমিটারের একটি ভবনে অ‍াগুন লাগলে একতলা ভবনের ছাদ ধসে পড়ে। এ সময় ওই ভবনে চারজন চিকিৎসাকর্মীসহ ৭০জন রোগী ছিলেন।

এরমধ্যে ৫৭ জনকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি এবং বাকিদের ওই হাসপাতালের দ্বিতীয় ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
 
আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ দল কাজ করছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

রাশিয়ায় এ ধরনের বিয়োগাত্মক ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সরকারি স্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে আগুন লেগে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

২০১৩ সালের ২৬ এপ্রিল মস্কোর একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪১ জনের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫, আপডেট: ১১৩১ ঘণ্টা
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।