ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের শিয়া অধ্যুষিত একটি আদিবাসী এলাকায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের হয়েছেন কমপক্ষে ৭০ জন।



রোববার (১৩ ডিসেম্বর) আদিবাসী জেলা কুররামের রাজধানী পারাচিনারের ঈদগাহ মার্কেটে এ ঘটনা ঘটে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

কুররাম জেলার রাষ্ট্রীয় প্রশাসক আমজাদ আলি খান বলেন, আহতদের মধ্যে অনেকের ‍অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫/আপডেট: ২০৪৭ ঘণ্টা
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।