ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কে গোলাবর্ষণে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
দামেস্কে গোলাবর্ষণে নিহত ৪৫ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার দামেস্কে গোলাবর্ষণে অন্তত ৪৫ বেসামরিক লোক নিহত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের শক্ত এক ঘাঁটিতে এ গোলাবর্ষণ করা হয় বলে জানিয়েছে সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।



সরকারি বাহিনীই এ গোলাবর্ষণ করেছে বলে সংস্থাটির দাবি। এর সঙ্গে এই অঞ্চলে বিমান হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান। তার ধারণা, এ হামলা সিরিয়ার সরকারী বাহিনী অথবা রুশ বাহিনী চালিয়েছে।

নিহতদের মধ্যে অন্তত ১০জন শিশু ও চারজন নারী রয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলেও জানিয়েছেন রামি আব্দেল রহমান।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।