ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোয় এশিয়ায় ইতিবাচক প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোয় এশিয়ায় ইতিবাচক প্রভাব

ঢাকা: যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর সিদ্ধান্তে এশিয়ার বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। ২০০৬ সালের জুন মাসের পর এই প্রথম সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল ফেডারেল রিজার্ভ।



ঘোষণার পরপরই ইয়েনের বিপরীতে ডলার আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমানে এশিয়ার বাজারে প্রতি এক ডলারের মূল্য দাঁড়িয়েছে ১২২.৩৮ ইয়েনে। বিশ্লেষকরা বলছেন, অপেক্ষাকৃত দূর্বল ইয়েন জাপানের বড় রফতানিকারকদের জন্য সুখবর।

এছাড়া জাপানের নিক্কি ২.১৫ শতাংশ বেড়ে ১৯,৪৬০.২০ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। গত দুই মাসের মধ্যে দৈনিক হিসাবে এ ঊর্ধ্বগতি সর্বোচ্চ।

দক্ষিণ কোরিয়ায়ও ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলেছে। কসপি ইনডেক্স ০.২৫ শতাংশ বেড়ে ১,৯৭৪.১ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।

চীনা মার্কেটে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ইতিবাচক সূচনা দেখা গেছে। সাংহাই কম্পোজিট ০.৯৫ শতাংশ বেড়ে ৩,৫৪৯.৬৬ পয়েন্টে ও হংকংয়ের হেংসেং ইনডেক্স ০.৮৩ শতাংশ বেড়ে ২১,৮৮১.৯৭ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।

ভারতের সেনসেক্স ইনডেক্সও আগের দিনের চেয়ে ১৫০ পয়েন্ট বেড়েছে।

এদিকে, অস্ট্রেলিয়াতেও ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির খবরে ইতিবাচক প্রভাব পড়েছে। দিনের শুরুতে সিডনির এসঅ্যান্ডপি/এএসএক্স-২০০ ১.৬৯ শতাংশ বেড়ে ২৫,৪৯৪.৩৭ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১৬ ডিসেম্বর) মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারক কমিটির এক বৈঠকে সুদের হার ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশের মধ্যে বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএইচ

** সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।