ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ৫.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
নেপালে ৫.৫ মাত্রার ভূমিকম্প

ঢাকা: নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৭শ’ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলে একটি মধ্যমমানের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৫।



শনিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় ৪টা ১৫ মিনিটে) দেশটির বাজুরা জেলার জগন্নাথ এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির ন্যাশনাল সিসমোলোজিক্যাল (ভূমিকম্প সম্পর্কিত) সেন্টারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও নেই।

এর আগে গত এপ্রিল মাসে নেপালে স্মরণকালের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় চার হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।