ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে ভূমিধসে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
অন্ধ্রপ্রদেশে ভূমিধসে ৪ জনের মৃত্যু

ঢাকা: ভারতের অন্ধ্রপ্রদেশে ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।



রোববার (২০ ডিসেম্বর) ভোররাতে অন্ধ্রপ্রদেশের বিশখাপত্তম শহরের থাতিচেতলাপালেম এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, এ ঘটনায় পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি বাড়ি মাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে কিং জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অপর এক আহত ব্যক্তির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টিই এ ভূমিধসের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।