ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় রকেট হামলায় লেবানিজ বিদ্রোহী গ্রুপ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
সিরিয়ায় রকেট হামলায় লেবানিজ বিদ্রোহী গ্রুপ নেতা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় এক রকেট হামলায় লেবানিজ শিয়া বিদ্রোহী গ্রুপের অন্যতম নেতা সামির কান্তার নিহত হয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) হিজবুল্লাহ গ্রুপের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



লেবানিজ শিয়া বিদ্রোহী গ্রুপটি এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

১৯৭৯ সালে ইসরায়েলের নাহারিয়ায় এক হামলার ঘটনায় একই বছর সামির কান্তারকে কারাদণ্ড দেয় দেশটি। সে সময় তার বয়স ছিল ১৬ বছর। ২০০৮ সালে হিজবুল্লাহর সঙ্গে এক বিতর্কিত বন্দি বিনিময়ের সময় তাকে ছেড়ে দেওয়া হয়।

সামিরের মৃত্যুর ঘটনাকে স্বাগত জানালেও এর পেছনে ইসরায়েলের হাত থাকার অভিযোগের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি দেশটির নির্মাণ ও গৃহায়নমন্ত্রী ইয়োয়াভ গ্যালেন্ট।

ইসরায়েল রেডিওকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি এ ঘটনায় নিশ্চয়তা বা প্রত্যাখ্যান, কোনোটাই করছি না। তবে সামিরের মতো ব্যক্তির এই পৃথিবীর আর অংশ না থাকাটা সবার জন্য মঙ্গলজনক হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।