ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাঠানকোটে সর্বশেষ জঙ্গিকেও হত্যার দাবি ভারতীয় সেনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পাঠানকোটে সর্বশেষ জঙ্গিকেও হত্যার দাবি ভারতীয় সেনার ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের পাঞ্জাবের উত্তরাঞ্চলে পাক সীমান্তের নিকটবর্তী পাঠানকোট বিমানঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলার ৬০ ঘণ্টা পর সোমবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় হামলাকারী ৬ষ্ঠ ও শেষ জঙ্গিকে হত্যার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

এর আগে শনিবার (০২ জানুয়ারি) হামলার পরপরই যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় চার জঙ্গি।

এরপর রোববার (০৩ জানুয়ারি) নিহত হয় আরও একজন।

হামলায় ভারতীয় সাত নিরাপত্তা সদস্যও নিহত হন। তাদের মধ্যে রয়েছেন একজন কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে সোমবার সন্ধ্যায় এ কথা জানায় দেশটির সংবাদমাধ্যম।

এর আগে পঞ্চম জঙ্গি নিহত হওয়ার পর বিমান ঘাঁটির ভেতরে আরও এক জঙ্গি লুকিয়ে রয়েছে ধারণা করছিলো ভারতীয় বাহিনী। ষষ্ঠ জঙ্গিও মারা পড়ায় ওই বিমান ঘাঁটিতে আর কোনো জঙ্গি লুকিয়ে নেই বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা।

** পাঠানকোট বিমানঘাঁটিতে আরও এক জঙ্গি নিহত
** পাঠানকোট বিমানঘাঁটিতে এখনও লুকিয়ে ২ জঙ্গি

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।