ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহত ১৪

ঢাকা: আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ ক’জন।



বুধবার (৬ জানুয়ারি) রাতে দেশটির পূর্বাঞ্চলের শহর গোমার মিরিকি এলাকায় এ হামলা চালানো হয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

স্থানীয় প্রমাসক বোকেলে জয় সংবাদমাধ্যমকে জানান, সন্ত্রাসীরা হামলা চালানোর পর মিরিকি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। হামলায় প্রতিবেশী রুয়ান্ডার বিদ্রোহীদের সন্দেহ করা হচ্ছে।

এর আগেও রুয়ান্ডার বিদ্রোহীরা এ ধরনের হামলা চালিয়েছে বলে জানায় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।