ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার পোষা কুকুর অপহরণ পরিকল্পনার দায়ে আটক ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
ওবামার পোষা কুকুর অপহরণ পরিকল্পনার দায়ে আটক ১

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পোষা কুকুর অপহরণ চেষ্টার অভিযোগে স্কট স্টকার্ট নামের এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।

শনিবার (০৯ জানুয়ারি) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।



খবরে বলা হয়, আটককৃত স্কট মার্কিন প্রেসিডেন্টের পোষা কুকুর বো এবং সানিকে অপহরণের পরিকল্পনা করছিল। আটকের সময় তার গাড়ি থেকে একটি শটগান, একটি রাইফেল ও চাপাতিও উদ্ধার করা হয়।

এদিকে, আটক ওই ব্যক্তি নিজেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অভিনেত্রী মেরিলিন মনরোর ছেলে বলে দাবি করেছেন। এছাড়া তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন বলেও দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।