ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলা

পাকিস্তানজুড়ে শোক, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পাকিস্তানজুড়ে শোক, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি

ঢাকা: বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দেশজুড়ে শোক পালন করছেন সর্বস্তরের পাকিস্তানি। এদিকে, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল অসিম বাজওয়া।



বুধবার (২০ জানুয়ারি) খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা শহরে অবস্থিত বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা হয়। এ ঘটনায় ২১ জন নিহত ও অর্ধ শতাধিক আহত হন। পরে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করে নিলেও মূল মুখপাত্র তা প্রত্যাখ্যান করেন।

ঘটনার দিন স্থানীয় সময় বিকালেই হামলাকারীদের ফোন কল ট্রেস করা হয়েছে বলে দাবি করেন লেফটেনেন্ট জেনারেল অসিম বাজওয়া। সেই সঙ্গে জঙ্গিদের ব্যবহার করা দু’টো মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, যখন সেনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায়, তখন চার হামলাকারীই জীবিত ছিল। তাদের কাছে গ্রেনেডসহ প্রচুর পরিমাণ অস্ত্র ও গুলি ছিল।

তিনি আরও জানান, জঙ্গিদের ফোন কল ট্রেস করা হয়েছে এবং গোয়েন্দারা একটা চিত্র দাঁড় করাতে পেরেছেন। হামলা সংক্রান্ত বেশিরভাগ তথ্যই উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার ঘটনায় নিহতদের স্মরণে দেশজুড়ে শোক পালন করছেন পাকিস্তানিরা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএইচ

** পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১
** পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫
** পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নিহত ৪
** পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।