ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ায় মার্কিন শিক্ষার্থী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
উ. কোরিয়ায় মার্কিন শিক্ষার্থী আটক

ঢাকা: ‘পিয়ংইয়ংয়বিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে এক মার্কিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

আটক শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত চলছে বলেও এতে জানানো হয়।

খবরে বলা হয়, আটক ওই শিক্ষার্থী পর্যটকবেশে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। এরপর তিনি ‘পিয়ংইয়ংবিরোধী’ কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েন। তিনি ‘মার্কিন সরকারের ইচ্ছানুসারে’ এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং।

তবে ওই শিক্ষার্থী কি ধরনের অপরাধ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। তার নাম-পরিচয়ও জানানো হয়নি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।