ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফের বিজেপি সভাপতি অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ফের বিজেপি সভাপতি অমিত শাহ অমিত শাহ

ঢাকা: আবারো ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত শাহ।

রোববার (২৪ জানুয়ারি) দিল্লিতে দলীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের উপস্থিতিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।



তবে এ সময় লালকৃষ্ণ আদভানি ও যশোবন্ত সিনহার মতো প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন না।

অমিত শাহের চলতি মেয়াদ শনিবার শেষ হয়। নতুন মেয়াদে তিনি ২০১৯ সাল পর্যন্ত সভাপতি পদে থাকবেন।

পুনঃ সভাপতির দায়িত্ব নেওয়া অমিত শাহকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তার নেতৃত্বে দল আরও সাফল্য পাবে।

গত ২০১৪ সালের মে মাসে রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় সভাপতির পদে অমিত শাহকে সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।