ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের হামলায় ৫৫ ইরাকি সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আইএসের হামলায় ৫৫ ইরাকি সৈন্য নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ইরাকের সেনাবাহিনীর অন্তত ৫৫ জন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও অসংখ্য সৈন্য।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলের রামাদি শহরের কাছে দুই দফায় আত্মঘাতী হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, প্রথমে মঙ্গলবার সকালে রামাদির উত্তরাঞ্চলে ইরাকি সেনাবাহিনীর দশম ডিভিশনের সদরদফতরের সামনে কয়েকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে ৩০ সৈন্য নিহত হয়।

এরপর বিকেলে রামাদির পশ্চিমে আল-বাগদাদি শহরে সেনাবাহিনীর ব্যারাক দুমড়ে-মুচড়ে দিতে প্রায় ডজনখানেক আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয় আরও ২৫ সৈন্য। যদিও পশ্চিমা বাহিনীর সহায়তায় স্থানীয় বাহিনীর প্রতিরোধের মুখে পিছু হটেছে আইএসের সন্ত্রাসীরা।

রামাদিতে একটি গণকবর থেকে নারী ও শিশুসহ অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধারের একদিন পর এ হামলা চালানো হলো।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।