ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাজাখস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
কাজাখস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: কাজাখস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৭ জানুয়ারি) বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারটিতে পাঁচজনই আরোহী ছিলেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এমডি-৬০০এন লাইট হেলিকপ্টারটি বুধবার নিখোঁজ হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তাজাখস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলমাতি এলাকায় একটি গভীর খাদে উদ্ধারকারীরা এর ধ্বংসাবশেষ খুঁজে পান। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।