ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিজ দলেই উপহাসের পাত্র ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
নিজ দলেই উপহাসের পাত্র ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প তার দলের প্রতিদ্বন্দ্বীদের কাছেই তুমুল বিদ্রুপ ও উপহাসের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ফক্স নিউজে প্রচারিত একটি বিতর্ক অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ায় এ বিদ্রুপ-উপহাসের শিকার হন তিনি।

শুক্রবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

যুক্তরাজ্যের একটি সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার ফক্স নিউজে সম্প্রচারিত আইওয়া অঙ্গরাজ্যে একটি বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্পসহ আট রিপাবলিকান প্রার্থী। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পান জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব মেজিন কেলি।

কিন্তু কেলির বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট’ অভিযোগ তুলে তাকে সরিয়ে দেওয়ার দাবি করেন ট্রাম্প। বিতর্কিত এ প্রেসিডেন্ট প্রার্থীর এমন অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করে ফক্স নিউজ। এতে ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানমঞ্চ ছেড়ে যান ট্রাম্প। তাতে ভীষণ চটে যান ট্রাম্পের নিজ দলের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থীরা।

মঞ্চে উঠেই হাস্য রসাত্মক বক্তব্যে ট্রাম্পকে আঘাত করেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। তিনি বলেন, ‘আমি পাগল এবং এই মঞ্চে উপবিষ্ট সবাই নির্বোধ, মাথামোটা, কুৎসিত। আর বেন কারসন (রিপাবলিকান প্রার্থী, পেশায় চিকিৎসক) তুমি একজন ভয়ানক সার্জন। ’

প্রায় সমানভাবে কোটিপতি ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের খায়েশ দেখানো ট্রাম্পকে খোঁচা দেন বুশ পরিবারের তৃতীয় সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশও। তিনি বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে দারুণ মিস করছি। তিনি আমার কাছে খেলনার ভল্লুকের মতো। ’ এসময় হেসে দেন জর্জ বুশের ছোট ভাই জেব।

বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন আরও অংশ নেন ফ্লোরিডার সিনেটর মার্কো রবিউ, নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি, কেন্টাকির সিনেটর পল প্রমুখ।

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণায় নামার পর থেকেই অভিবাসন, সাম্প্রদায়িক ও বর্ণবাদী বক্তব্য দিয়ে সমালোচিত হয়ে আসছেন ট্রাম্প। সবশেষে নিজ দলেও এমন তুমুল উপহাসের শিকার হলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।