ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে বোমা বিস্ফোরণে তিন পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
মিশরে বোমা বিস্ফোরণে তিন পুলিশ নিহত

ঢাকা: মিশরের সিনাই উপত্যকায় এক বোমার বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ নিরাপত্তা বাহিনীর সদস্য।



শুক্রবার (২৯ জানুয়ারি) সিনাই উপত্যকার উত্তর সিনাই প্রদেশে আরিশ শহরে একটি স্কুল কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

সশস্ত্র একটি গাড়িতে করে হামলাকারীরা স্কুল চত্বরের সামনে এসে বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে সূত্রটি।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করে নেয়নি। সরকারের তরফ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য আসেনি।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।