ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্ক উপকূলে ৫ শিশুসহ ৩৯ অভিবাসীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
তুরস্ক উপকূলে ৫ শিশুসহ ৩৯ অভিবাসীর প্রাণহানি ছবি : সংগৃহীত

ঢাকা: তুরস্ক উপকূলে নৌকা ডুবে পাঁচ শিশুসহ অন্তত ৩৯ অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি হয়েছে। তবে, দেশটির কোস্টগার্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে ৬২ জনকে।



শনিবার (৩০ জানুয়ারি) তুরস্কের পশ্চিমাঞ্চলে এজিয়ান সাগরে এ দুর্ঘটনা ঘটে। ওই অভিবাসীদের বহনকারী নৌকা তুরস্ক থেকে গ্রিসের দ্বীপ লেসবস অভিমুখে রওয়ানা দিয়ে পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ড জানিয়েছে, অবৈধভাবে নৌকাবোঝাই করে অভিবাসীদের গ্রিস উপকূলে ভেড়ানোর পরিকল্পনাকারী সন্দেহে এক তার্কিশকে আটক করা হয়েছে।

সলিলে সমাধিস্থ অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তান, মায়ানমার ও সিরিয়ার নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র তথ্যমতে, নতুন বছরের প্রথম মাসেই সাগরপথে গ্রিসে উঠেছে ৫২ হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী। তবে, রওয়ানা দিয়ে পথে মারা গেছে ২১৮ জন। আর গত বছর যে ১১ লাখ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ইউরোপে পাড়ি জমিয়েছে, তার মধ্যে সাড়ে আট লাখ গিয়েছে তুরস্ক থেকে সাগরপথে গ্রিস হয়ে। তবে, এই প্রচেষ্টায় এজিয়ান সাগরে সলিল সমাধি হয়েছে ৮০৫ জনের।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।