ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কামদুনি গণধর্ষণে ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
কামদুনি গণধর্ষণে ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ওপরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন, নিচে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিনজন/ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের কামদুনিতে এক কলেজ শিক্ষার্থীকে গণধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (৩০ জানুয়ারি) কলকাতার নগর দায়রা আদালতের বিচারক সঞ্চিতা সরকার এ আদেশ দেন।

তবে খালাস দেওয়া হয়েছে দু’জনকে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- আনসার আলি, আমিন আলি ও স‍াইফুল আলি মোল্লা। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- ইমানুল ইসলাম, ভোলা নস্কর ও আমিনুর ইসলাম।

২০১৩ সালের জুনে কামদুনিতে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন ওই কলেজ শিক্ষার্থী। অপহরণকারীরা তাকে গণধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নয়জনকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়। এরমধ্যে বিচার চলাকালে মারা যায় এক অভিযুক্ত।

বাকি আটজনের বিচার শেষে ২৯ জানুয়ারি ছয়জনকে দোষী সাব্যস্ত করে রায় দেন আদালত। তবে, খালাস দেন দু’জনকে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।