ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় রাশিয়ার অভিযান, নিহতদের মধ্যে ১৪০০ বেসামরিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সিরিয়ায় রাশিয়ার অভিযান, নিহতদের মধ্যে ১৪০০ বেসামরিক ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) দমনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তারমধ্যে ১ হাজার ৪০০ প্রাণহানিই হয়েছে বেসামরিক লোকের।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর মাঠ পর্যায় থেকে প্রাপ্ত পরিসংখ্যান নিয়ে শনিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করেছে।

তাদের প্রতিবেদনের বরাত দিয়ে রোববার (৩১ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

এসওএইচআর’র দাবি, সেপ্টেম্বরে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর সিরিয়ায় আইএসের অন্তত ৯৬৫ সদস্য নিহত হয়েছে। নিহত হয়েছে অন্যান্য জঙ্গি সংগঠনের আরও ১ হাজার ২৩৩ জন। কিন্তু এতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বেসামরিক লোকের। রাশিয়ার বিমান হামলায় মারা গেছে ১ হাজার ৪০০ বেসামরিক লোক।

আইএসের বর্বরতা দমনে গত ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। কিন্তু পশ্চিমাদের দাবি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতার গদি রক্ষায় সেখানে যুদ্ধের দামামা বাজিয়েছে মস্কো।

এসওএইচআ’র শনিবারের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। মন্তব্য আসেনি আসাদের কার্যালয় থেকেও।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এইচএ

**  সিরিয়ায় অনাহারে মারা গেলো আরও ১৬ জন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।