ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সিরিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫

ঢাকা: সিরিয়ার শিয়া এলাকায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।



রোববার (৩১ জানুয়ারি) দামেস্কের দক্ষিণাঞ্চলে এ ‍হামলার ঘটনা ঘটে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমগুলো জানায়, দামেস্কের সাইয়েদা জয়নব এলাকায় এ জোড়া বোমা হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

ইতোমধ্যে আইএস এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সিরিয়ার সংবাদ সংস্থা সানা।

** সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ১২

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।