ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের তাণ্ডবে নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
নাইজেরিয়ায় বোকো হারামের তাণ্ডবে নিহত ৬৫

ঢাকা: জঙ্গি সংগঠন বোকো হারামের তাণ্ডবে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে স্থানীয় সময় শনিবার (৩০ জানুয়ারি) রাতে সংগঠনটি তাণ্ডব চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে।



লুকিয়ে প্রাণে বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, মাইদুগুরি থেকে ৫ কিলোমিটার দূরে শনিবার রাতে দালোরি গ্রামে বোকো হারাম সদস্যরা তাণ্ডব চালায়। প্রায় চার ঘণ্টা ধরে চলে তাদের এ তাণ্ডব।

এ সময় তাদের হাত থেকে বাঁচতে অনেকে দৌড় দিলে তিনটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

জঙ্গি সংগঠনটি গত ৬ বছরে নাইজেরিয়ায় তাণ্ডব চালিয়ে অন্তত বিশ হাজার মানুষকে হত্যা করে। এছাড়া ঘরছাড়া হন আড়াই লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।