ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে সন্ত্রাসী সন্দেহে ৯ মার্কিনি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
সৌদিতে সন্ত্রাসী সন্দেহে ৯ মার্কিনি আটক

ঢাকা: সৌদি আরবে সন্ত্রাসী সন্দেহে ৩৩ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। এদের মধ্যে নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রোববার (৩১ জানুয়ারি) স্থানীয় ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ খবর দিয়েছে।

দৈনিকটি জানায়, গত সপ্তাহের সোমবার (২৫ জানুয়ারি) সন্দেহভাজন চার মার্কিনিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তারপর গত চারদিনে আটক করেছে আরও পাঁচজনকে।

আটক ৩৩ জনের মধ্যে নয়জন আমেরিকান ছাড়াও রয়েছেন ১৪ সৌদি, তিন ইয়েমেনি, দুই সিরিয়ান, এক ইন্দোনেশিয়ান, এক ফিলিপিনো, এক আমিরাতি, এক কাজাখ ও এক ফিলিস্তিনি।

তবে, এই সন্দেহভাজনরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত কিনা সে বিষয়ে কিছু জানায়নি সৌদি গেজেট। বেশ ক’মাস ধরে সৌদিতে প্রাণঘাতী আত্মঘাতী হামলা চালাচ্ছে আইএস।

মার্কিনিদের আটকের বিষয়ে অবগত রয়েছে রিয়াদের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ওয়াশিংটন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেন, সৌদি আরবে কিছু অভিযোগে কয়েকজন আমেরিকানকে আটকের বিষয়ে আমরা অবগত। পররাষ্ট্র দফতর তার দায়িত্ব পালন করছে। গোপনীয়তার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।