ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী ছবি : সংগৃহীত

ঢাকা: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে সন্দেহের বশে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সৈন্যদের ছুরিকাঘাত করার ‘চেষ্টা চালানোর’ অভিযোগ তুলে তাকে হত্যা করা হয়।



সোমবার (১ ফেব্রুয়ারি) ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের কেফার সাবা অঞ্চলের সালিত নামে একটি সম্প্রদায়ের বসতির কাছে এ হত্যাকাণ্ড ঘটে।

হত্যাকাণ্ডের শিকার কিশোরের নাম আহমেদ তোবা (১৭)।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী সলিত জনপদের কাছে সন্দেহভাজন এক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে। যখন সৈন্যরা ঘটনাস্থলে যায়, তখন ওই সন্দেহভাজন তাদের ছুরিকাঘাত করতে ঊদ্ধত হয়।

বিবৃতিতে বলা হয়, হুমকির কথা বুঝতে পেরে সৈন্যরা ওই আক্রমণকারীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।