ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে সৈকতে ভেসে গেলো ১৩ কলেজশিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মহারাষ্ট্রে সৈকতে ভেসে গেলো ১৩ কলেজশিক্ষার্থী ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের মহারাষ্ট্রের একটি সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণে গিয়ে প্রাণ গেছে ১৩ কলেজশিক্ষার্থীর। এদের মধ্যে ১০ জন ছাত্রী ও তিন জন ছাত্র।

নিখোঁজ রয়েছে আরও বেশ ক’জন।

সোমবার (১ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রের রায়গড়ের মুরুদ সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে। ১৩ জনের প্রাণহানি হলেও বেঁচে গেছেন পাঁচ শিক্ষার্থী। তবে খোঁজ মিলছে না আরও বেশ ক’জন শিক্ষার্থীর। এরা পুনের আবিদা ইনামদার কলেজের শিক্ষার্থী।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কলেজটির ১১৫ শিক্ষার্থী সোমবার সমুদ্র ভ্রমণে যান। এসময় এদের কেউ কেউ সৈকতের বিপজ্জনক সীমা ছাড়িয়ে যান। তখনই সমুদ্রের ঢেউ ১৩ জনকে ভাসিয়ে নেয়। অন্য শিক্ষার্থীদের চিৎকারে উদ্ধারকারী বাহিনী এসে পাঁচজনকে জীবিত অবস্থায় তীরে আনে। তবে বাঁচাতে পারেনি ওই ১৩ জনের প্রাণ। পরে সৈকত থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম বলছে, উদ্ধার হওয়া পাঁচ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নিখোঁজ অন্যদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।