ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ডাল্লো এয়ারলাইনের প্লেনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ডাল্লো এয়ারলাইনের প্লেনে আগুন ছবি: সংগৃহীত

ঢাকা: উড্ডয়নের সময় সোমালিয়ার একটি প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।



তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের ধরণ সম্পর্কে জানা যায়নি।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ডাল্লো এয়ারলাইনের ওই প্লেনটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে জিবুতি প্রদেশে যাওয়ার কথা।

প্লেনটি চালুর পর যখন উড্ডয়ন করছিল ঠিক তখনই ওই সেটিতে আগুন ধরে যায়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএইচএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।