ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ৩ স্বেচ্ছাসেবী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
সিরিয়ায় বিমান হামলায় ৩ স্বেচ্ছাসেবী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলায় ৩ স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন বলে হাতে পাওয়া এক রিপোর্টের বরাত দিয়ে জানিয়েছে জাতিসংঘ। তবে তারা জাতিসংঘের নিয়োজিত কর্মী নয় বলে নিশ্চিত করেছে সংস্থাটি।



স্থানীয় সময় বুধবার (০৩ ফেব্রুয়ারি) হামলার এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ফারহান হক নামে সংস্থাটির এক কর্মকর্তা, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে সব পক্ষকে জনসাধারণে জানমাল রক্ষার আহ্বান জানিয়েছেন।

তবে কোন পক্ষ এ বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।