ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শুক্রবার ধরা দেবেন জুলিয়ান অ্যাসাঞ্জ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
শুক্রবার ধরা দেবেন জুলিয়ান অ্যাসাঞ্জ! ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্য ও সুইডেনের বিরুদ্ধে মামলায় হেরে গেলে শুক্রবার (০৫ ফেব্রয়ারি) ব্রিটিশ পুলিশের কাছে ধরা দেবেন বলে ঘোষণা দিয়েছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

শুক্রবার ‘জুলিয়ান অ্যাসাঞ্জ ভার্সেস ইউনাইটেড কিংডম অ্যান্ড সুইডেন’ শীর্ষক মামলার রায় দেবে জাতিসংঘের ‘ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আর্বিট্রেরি ডিটেনশন (ডব্লিউজিএডি)’।

এ মামলায় যদি পরাজয় ঘটে, তাহলে একইদিন স্থানীয় সময় দুপুরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে অ্যাসাঞ্জ বেরিয়ে আসবেন বলে ঘোষণা দিয়েছেন।

দু’জন নারীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী নির্যাতনের মামলায় সুইডেনের আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে ২০১২ সালের আগস্ট থেকে ইকুয়েডরের লন্ডন দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। দূতাবাস থেকে বের হলেই তাকে গ্রেফতার করার জন্য প্রস্তুত রয়েছে ব্রিটিশ পুলিশ।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রয়ারি ০৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।