ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গুজরাটে বাস নদীতে, মৃতের সংখ্যা বেড়ে ৩৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
গুজরাটে বাস নদীতে, মৃতের সংখ্যা বেড়ে ৩৭ ছবি: সংগৃহীত

ঢাকা: গুজরাটে রাজ্য পরিচালিত বাস সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।



শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুর্ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

সংবাদমাধ্যম জানায়, গুজরাটের নাভসারি জেলার পুরনা নদীতে ব্রিজ থেকে যাত্রীবাহী বাসটি পড় গেলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রায় ২০ ফিট উপর থেকে বাসটি নদীতে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

নাভসারি পুলিশ সুপারিন্ডেন্ট এম এস বারোদা জানান, আহত ২৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। আহতদের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে বিষয়ে কিছু জানা না গেলেও এটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে জানান সুপারিন্ডেন্ট।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।