ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি-মুম্বাই রুটে চলবে ২০০ কিমি. গতির ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
দিল্লি-মুম্বাই রুটে চলবে ২০০ কিমি. গতির ট্রেন

ঢাকা: দিল্লি-মুম্বাই রুটে শিগগিরই চালু হচ্ছে উচ্চগতির ট্রেন। সফলভাবে পরীক্ষার পর বিভিন্ন রুটেও এ ট্রেন চালু করা হবে বলে ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন।



জানা যায়, স্পেনের তালগো কোম্পানির তৈরি উচ্চগতির ট্রেন দিল্লি-মুম্বাই রুটে শিগগিরই পরীক্ষামূলক চালানো হবে। ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ থেকে ২০০ কিলোমিটার।

হালকা ও দ্রুতগতির এ ট্রেনটি পরীক্ষামূলক চালানোর জন্য স্প্যানিশ কোম্পানিটি নিজেই প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতির পর কোম্পানিকে এ বিষয়ে চিঠি পাঠানো হবে বলেও উল্লেখ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

বর্তমানে ট্র্যাকে কিছু সংস্কারের মাধ্যমেই উচ্চগতির এ ট্রেন চালানো যাবে। এ ট্রেন চালুর ফলে একদিকে যেমন সময় সাশ্রয় হবে অন্যদিকে রেলের খরচ কমবে ৩০ শতাংশ।

দিল্লি-মুম্বাই রুটে সফলভাবে পরীক্ষা শেষ হলে বিভিন্ন রুটে এ ট্রেন চালু করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

বর্তমানে এশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে স্প্যানিশ কোম্পানিটির নির্মিত এ ট্রেন চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।